Friday, April 7, 2017

খুচরোরা

সেদিন বোকাদের দিন ছিলো তাই চুপ করে ছিলাম, আজ বলছি হ্যাঁ
অনেএএকদিন আগে এক বিয়ে বাড়িতে গেছি মা এ পোয়ে, মেনুকার্ডে লেখা 'মিঠাই পানেই শেষ'। আমি তো গরম জলের বাটি তে হাত চুবিয়ে বসে, উঠবো না। মাকে বলছি পান করার মিঠাই তো দেয়নি, এই জলটাই পান করতে হবে নাকি? 😒

**************************************************************************************************************

মাঝারি মাপের খুব সমস্যা, না পারে অটোর মতো গলে যেতে না পারে ট্রাকের মতো দাপিয়ে যেতে। মাঝারি হওয়ার খুব জ্বালা, সে ফুটপাতে বসে লাল মাংসের ঝোল খেতে পারে না আবার ওহ ক্যালকাটায় গিয়ে ডিনার করতে পারেনা। কিন্তু মাঝারির মধ্যেও মাঝারি হওয়া আরো সমস্যার, তার পায়ের শিকল গুলো না থাকলে সে আর সে থাকে না আবার শিকল থাকায় সে, কিছুতেই সে হয়ে ওঠেনা। বসন্তের বাতাস বইবে আর একটা পাহাড়ের মাথায় লম্বা হয়ে শুয়ে থাকবে এ স্বপ্ন বুকে নিয়ে সে বালিশে মাথা পাতে এক বুক দীর্ঘশ্বাস নিয়ে আবার ঘুম থেকে উঠেই রান্নাঘরে মাকে রাঁধতে দেখতে পেয়েই সারাদিনের পালিয়ে যাবার কথা ভাবার দম নিতে পারে। মাঝারির মাঝারি যে ফেসবুকেও খিস্তি করতে পারেনা, আবার নিজের দেওয়ালেও ফুল ফোটানোর দম থাকেনা তার। এইসব মাঝারি মাপ গুলোর খুব সমস্যা না দিতে পারে না, না দেওয়াটা হজম করতে পারে। চারিদিকে কত বিপ্লব হয় এই মাঝারি মুক্ত সমাজের বিপ্লব হবে একদিন, ফেসবুকে তুফান আসবে, তদ্দিন বৎস....নতুন প্রজেক্ট টার রিকোয়ামেন্ট ফাইনাল করো। -_-

******************************************************************************************************************

রাজনীতি না করলেও এদ্দিন দিব্যি চলে যাচ্ছিলো। যখন নন্দীগ্রাম আর সিঙ্গুর হলো এট্টু ভয় পেয়েছিলাম, চাইলেই বুঝি সরকার যা খুশী করতে পারে? তবে তা খুব একটা না। শহুরে মানুষ জমি নিয়ে মাথা না ঘামালেও চলে, র‍্যাদার বর্গা অধিকৃত জমি সরকার নিলেই বরং ভালো আমার। যাই হোক কত ঝড় বয় সব কিছু পাত্তা দেওয়ার দরকার পরে না, ইগ্নোরেন্স ইজ ব্লিস। শ্রীজাত, প্লাস্টিক ডিম, কবীর সুমন সব নিয়েই সবাই এত বলেছে আমার কিচ্ছু আর নতুন কিছু বলার থাকে না। রামনবমী নিয়েও বলার নেই অফকোর্স। কিন্তু কে একজন লিখেছে দেখলাম, ' গরু হিন্দুরা খেলে আগে খেত, এখন আর খেতে দেবোনা'। আমি এই ব্যাপারটায় একটু ভয় পাচ্ছি, আজ গরু কাল আমার পোশাক, পরশু হাঁটার ভঙ্গী সবেতেই জোর আসবে কিনা। আমি মশাই একজন ভীতু বাঙালী, লক্ষ্মনের শক্তিশেল পড়া ব্যান হয়ে গেলে চাপে পড়ে যাবো মশাই। ও হ্যাঁ, ফেসবুকে যারা লোক ক্ষেপায়, যে কোনো ধর্মেই, দাঙ্গা হলে তারা নিরাপদ, খেয়াল করে দেখবেন তাদের বাসস্থানটা হ্যাঁ। বাঁচতে গেলে হাত মিলিয়ে বাঁচতে হয়, একে অপরকে ঘেন্না করে বাঁচা খুব চাপের, খুব।

No comments:

Post a Comment