Sunday, April 23, 2017

ভোম্বল সর্দার আর ভোম্বলবাবু

ভোম্বল সর্দারের মন ভালো নেই। সঙ্গী সাথীরা সব আজকাল গৃহস্থ হয়ে গেছে। তাদের দেখাই পাওয়া যায় না তো যুদ্ধজাহাজ, ফলচুরি খেলা। অবশ্য ভোম্বল সর্দার কবেই বা এসব ভেবেছে। সে সর্দার, সে একা। টাটা নগরে কাজ করে সে উড়োজাহাজ, সাবমেরিন বানাবে ভেবেছিলো কিন্তু কই এখানে তো সেসব বানায় না। তার সেই পথ ভুলে গ্রামে গ্রামে ঘোরার দিন গুলো মনে পড়ছিলো। আর মনে পড়ছিলো মুহুরি মশাই এর মেয়ে মালতির কথা। কিন্তু, তার বোধহয় এতোদিনে বিয়ে শাদি হয়ে গেছে। আর সেই বুড়ী? টম্বল দাদা বলে এখনও খোঁজ নেয়? নাহ তা কি করে হবে সে তো কবেই মরে গেছে হবে।
মুখরোচক চানাচুর এর প্যাকেটটা শেষ করেও মন ভালো হলো না ভোম্বল বাবুর, নাহ প্যারালাল ওয়ার্ল্ড এ যাওয়া আসার এই 'রাস্তাটা' আজকাল ভেজাল মেশাচ্ছে মনে হয় নইলে ও দুনিয়ায় তো বিষণ্ণ মন নিয়ে আগে যায়নি কখনওই।
ভোম্বল সর্দার আনমনে ক্ষীরের বাটিতে মুখ ডোবালো, অনেক হয়েছে আজ রাতেই বেড়িয়ে পরবে আবার। এতোদিন ইস্পাত নগরীর স্বপ্নে বিভোর ছিলো এবার যাবে সে মানস সরোবর। যাবেই।
ভোম্বল বাবুর মুখে হাসি ফিরে এলো, ক্ষীরের বাটিতে শেষ টান দিয়ে।

No comments:

Post a Comment