Tuesday, February 9, 2016

ব্যাচেলার আর বাচ্ছা

আমাদের মতো ব্যাচেলার  দের খুব যন্ত্রণা। বিবাহিত এবং ছোটো বাচ্ছা হয়েছে এমন বন্ধু বান্ধব দের সংখ্যা কম না। তাদের ধারনা ছুটির দিন,  অফিস দিন যেকোনো সময়েই তাদের সময়ে তাদের বাচ্ছাদের বিপুল বুদ্ধি (যা কেবল ও কেবলমাত্র তাদের ছেলে/মেয়েদেরি আছে) দেখতে আমি খুবই উতসুক, কারন আমি ব্যাচেলার আর আমার অফুরন্ত  সময়। আর মশাই বিয়ে শাদি করে ছেলে পুলে হলে লকে এমন ভোঁতা হয়ে যায় জানা ছিলো না।  ফেসবুকের দৌলতে তারা কবে হাঁটছে, লাথি মারছে সব জেনে ধন্য হচ্ছি তাতেই শান্তি নেই, সেদিন রোববার,  সুন্দর  রোদ উঠেছে।  আমি সারা দিন ল্যাদ খাওয়ার ইচ্ছে নিয়ে ১২টার সময় প্রথম চায়ে চুমুক দিচ্ছি। এক সহকর্মী  র ফোন,  দুপুরে খেতে ডাকছে। শুনতে সাধু প্রস্তাব। কিন্তু এর একটা ছোট ছেলে আছে, সুতরাং সেই বিস্ময় বালকের কান্ড কারখানা আমায় শুনতে হবে ও পরম পরিতোষে আহা অবিশ্বাস্য বলতে হবে। ইয়ে হবে না,  হয়েছিল। আমার সাধের রবিবার দুপুর স্রেফ ইন দ্য ভোগ অফ বাচ্ছা হয়েছিলো :(