Monday, May 11, 2020

অসতো মা সদ্গময়

"মোরে ডাকি লয়ে যাও মুক্ত দ্বারে, তোমারও বিশ্বেরও সভাতেএএ..."

দূরে কোথা থেকে লাইনটা ভেসে আসে,  যেন পূর্বজন্মের স্মৃতি।  সরিয়ে দিই যেমন দিই, টলমল করে পড়ে যাওয়া মানুষ, রেললাইন ধরে হেঁটে যাওয়া রুটি। বেচারিরার জানতোই না, লকডাউনেও ট্রেন চলে, হুইশেল বাজে...

"উদয়গিরি হতে উচ্চে কহ মোরে, তিমির লয় দীপ্তি সাগরে....."

তিমিরের লয় হয় কই! হুট করে আজ ঘুম চোখে শাক্যদের মেরে ফেলার গল্প পড়ছিলাম। কই রক্তধোয়া রাস্তা তো বুদ্ধের করুণায় বন্ধ হয়নি, রাজপুরুষদের  কর্মফলের ভোগী নিরীহ শিশুও হয় কেমন করে হে তথাগত?

স্বার্থ হতে জাগো দৈন্য হতে জাগো সব জড়তা হতে জাগো জাগো রে...

"ওই ছেলেটা রেপ করতে পারে কিন্তু ভালো গান গায় গায়,পড়াশোনায় ভালো, গরীবদের জন্যে ভাবে, রেপও করে"। স্বার্থ হতে, দৈন্য হতে জাগারও কত শেড না? 

মৃত্যোর্মামৃতং গময়....

হলাহলাই উঠছে কেবল, অমৃতর দেখা নাই!  ক্ষুদ্র ক্ষুদ্র অংশের খারাপটা পার হবেই.....ভালোই বেশী এ জগতে, তবু কোল্যাটারাল ড্যামেজ হয়ে যায় কিছু,  যেমন ইচ্ছে করে কাল আমি পিঁপড়েগুলকে টিপে টিপে মারছিলাম, জলের ছিটে দিয়ে মাকড়সার জাল ভাঙছিলাম আর ঠিক কেমন করে জানি সে খুঁজে নিয়েছিল একটা কোন যেখানে জলের স্রোত পৌঁছয়না। অমনি করেই অমৃতস্য পুত্রকন্যারা গ্লানি কাটিয়ে খুঁজে নেবে সেই ভালোগুলো যেখানে বিষের ধারা পৌঁছবেনা, বিশ্বাস ভেঙে ধর্ষণ করতে ইচ্ছেই করবেনা। রেলপথে রুটিরা আর শুয়ে থাকবেনা.....

রুদ্র ইয়ত্তে দক্ষিণং মুখং

No comments:

Post a Comment