Sunday, April 19, 2020

বালিতে কদিন(পাঁচ)

আগের পর্ব

বেশাখী মন্দির থেকে গাড়ি অব্দি আসার রাস্তাটা হেঁটে নামতে হবে অথবা বাইক এ রাইড ভাড়া নেওয় যায়। মন্দির চত্বরটাই এতটা হাঁটাহাঁটি করে খিদে খিদে পাচ্ছিলো, তাই হাঁটার বদলে দরাদরি করে দুই বুড়োর বাইকে চড়েই বসলাম। সারং ফেরত দিয়ে গাড়ি অব্দি যেতে যেতেই খিদে বেশ চনমন করে উঠেছে। অগাস আমাদের নিয়ে গেলো আগুং পাহাড়ের কোলে এক রেস্তোরাঁয়, চমৎকার পরিবেশ কিন্তু সেখানে আবার আ লা কার্টে নেই, আমরা এরপর যাব টেকাড চেপুং প্রপাতে, তাই পেটপুরে বাফে খেতে চাইনা। সুতরাং বিস্কুটে ভর  টেকাড চাপুং এর পার্কিং লট অব্দি যাওয়া গেল। তখন দুপুর গড়িয়েছে অনেকটাই, রোদ আড়াল করে একটু এগোতে একটা ছোট্ট মত দোকান।  এক বুড়ি চালাচ্ছে, সে কোনো মতে কথা শোনে, হেসে হেসে খাবার দেয় নিজের মত, ইংরেজি প্রায় বোঝেই না। তবে দোকানটা নেহাতই ছোট মত এবং স্থানীয় লোকেই খাচ্ছে। একটা শিল নোড়া মর জিনিসে এটা সেটা দিয়ে পিষে কি যেন বানাচ্ছে দেখে কৌতূহল হল, টেস্টের জন্য অল্প একটু কেনাও হল।এটা একেবারেই স্থানীয় খাবার, ট্যুরিস্টরা খায়না, যে লোকগুলো বসে খাচ্ছিলো তারা ভাত আর এটা একটা কলাপাতায় নিয়ে খাচ্ছিল। আমাদের তেমন স্বাদ লাগলোনা। অগাস জানালো, সামনে ভালো খাবারের দোকান পাবো।


এর নাম গাদোগাদো, এখানে নিরামিষ বানাচ্ছিল , তবে চিকেন দিয়েও হয়

টিকিট কেটে ছায়া মাখা রাস্তা ধরে খানিক যেতেই খাড়াই পাহাড় ভাঙা শুরু হল, বন্যুমালার থেকেও বেশী উঁচু উঁচু স্টেপিং। দু তিন ধাপ নামতেই বাঁ পাশে ডানপাশে পাহাড়ের ধাপে ধাপে ছোট ছোট মিষ্টি সব রেস্তোরাঁ।  দাম তেমন কিছুনা, অথচ অদ্ভুত শান্তির পরিবেশ। আমরা আমাদের ইন্দোনেশিয়ান কমফোর্ট খাবার অর্ডার দিলাম, নাসি গোরেং, মি গোরেং। কফি আর চা সাথে। খিদে পেয়েছিল খুবই, সাথে এমন পরিবেশ,জঙ্গল ঘেরা পাহাড়ে বসে খাওয়া, খুবই উপভোগ্য। 
আহা বড় ভালো ছিলো



  টেকাড চেপুং আসলে একটা পাহাড়ের নীচে, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাওয়া জল, নুড়িপাথর  হাইক করে গুহায় থাকা এক প্রপাত। পাশ দিয়ে একটা জলের ধারা সঙ্গে নিয়ে গাছপালা ময় একটা পাথুরে পাহাড় এর নীচে যাওয়া যে কী আনন্দের সেটা বোঝাতেই পারব না। খানিক বাদে কোমর সমান উঁচু ধাপ ধরে নেমে দেখি এবার একেবারেই নেমে গেছি, এবারের রাস্তা হবে জলে নেমে। জলে স্রোত বেশী নেই, কিন্তু পায়ের তলার পাথর খুবই অমসৃন,বন্ধুর। মাঝে মাঝে বড় উঁচু পাথর,  গায়ে শ্যাওলা মাখা শুয়ে আছে গিরিখাতে। খুব সাবধানে পাথর পেরিয়ে চলতে হয়। ঠান্ডা ঠান্ডা জল আর পাথরে পায়ে অদ্ভুত অনুভূতি হয়। অনভ্যস্ত পায়ে ব্যথা লাগে, প্রকৃতিকে সেইই কবেই এত দূরে ঠেলে দিয়েছি কাছে আসলেও দূরেরই থেকে যায়। একসময় রাস্তা আরো সরু হয়ে যায়, পাথরের ফাঁক দিয়ে আসা এক চিলতে আলোয় অন্ধকার কাটে না তেমন আর আরো খানিকটা এগোলেই ম্যাজিক দেখা যায়। পাহাড়ে ঘেরা চারদিক, মাথা খোলা একটা গুহার মাথা থেকে জল পড়ছে অঝোরে,
খানিকটা জমে আছে। সেই ধারায় দাঁড়ালে মন ভালো খারাপ এর বাইরে, শান্ত সমাহিত হয়ে যায়।মাথা উঁচু করলেই গাছপালা ঘেরা আকাশ আর জলের ধারা।
এমন সময়,
"বেবি,ফোটো এহি লেনা হ্যায় লেকিন থোড়া আউর দূর সে....অউর এক ক্লিক করো"।
চমকে তাকাতেই হতাশ, করুণ ছেলেটার চোখাচোখি হয়ে গেল,বেচারি এই সব সুন্দর ছেড়ে "বেবির" জন্যে জল ভেঙে কোমর নীচু করে ছবি তুলতে গেল.....
ভ্যালেন্টাইন্স ডে তে যারা ফেসবুক ইন্সটার সুন্দরী দেখে তাক করেছ হে বালকগন, এ বিষয়টা খেয়াল রেখো।




আজ জলদিই ফিরে গেছি হোটেলে। দিনের আলোয় জায়গাটা অন্যরকম লাগছে কেমন। কাল আবার সকালে বেরোনো আছে,  গিলি এয়ার আইল্যান্ডে যাব। একেবারে চেক আউট করে বেরোবো, আরে তাই তো, টাকা বদলানো হয়নি তো! পড়িমড়ি করে ফের বেরোলাম দু মক্কেলে। ছটা বেজে গেছে তখন, কিন্তু আলো আছে এখনো। চতুর্দিকে হরেকরকম দোকান, রেস্তোরাঁই বেশী, আমরা অবশ্য মানি এক্সচেঞ্জের দিকে চোখ মেলতে মেলতেই চললাম ঊর্ধ্বশ্বাসে। ডলার বদলালে আসলে এত এদেশীয় টাকা হয় আমরা দু দিন এর মতো করে বদলাই। এক গাদা টাকা ব্যাগে  পুরে খানিক ধীরে সুস্থে ফিরছি গল্প গুজব করতে করতে, খানিক বাদে মনে হল এ রাস্তায় তো হেঁটে আসিনি! টেকনোলজি এসে জীবন এত সোজা হয়ে গেছে যে এই রকম মুহূর্তেও কোনো চিন্তা হয়না, খালি মনে হয় এহে এক কিলোমিটারের বদলে দেড় কিলোমিটার হাঁটতে হবে এখন।


সকাল সকাল গাড়ি এলো, আজ আমাদের দ্বীপান্তর হবে। বালির আর লম্বকের মাঝে তিনটে ছোট ছোট দ্বীপ আছে,  গিলি টি,  গিলি এয়ার আর গিলি মেনো। আমরা একরাত থাকবো আর আমরা ঠিক করেছিলকম এটা স্রেফ কিচ্ছু না করার জন্য যাওয়া হবে। করার অনেক কিছু হয় এখানে, স্নরকেলিং এর উপকরণ নিয়ে সমুদ্রে ডুব দিয়ে এসো, বা বোট ভাড়া করে জলের নীচে স্ট্যাচু দেখে এসো, বা কচ্ছপ। এর মধ্যে গিলি টি হল সব চেয়ে জমজমাট, গিলি মেনোটা ভূমিকম্পের পর একেবারেই নিরালা, গুলি এয়ার এর মাঝামাঝি, চাইলে পার্টি লাইফ না চাইলে ল্যাদ লাইফ।চিরকালের মধ্যমেধার, মধ্যবিত্ত, ভীরু, না ঘরে টিকতে পারে না ঘর ছেড়ে বেরিয়ে যেতে পারে এমন বাঙালী কোনটা বাছল তা নিয়ে কোনো ক্যুইজ হয়না অবশ্য। জেটিঘাটে অনেক্ষন বসতে হল, স্থানীয় এক বুড়ি আর এক বুড়ো চিপস, নরম পানীয় ইত্যাদি বিক্রী করছিল। তারা ইংরেজি ভালো জানেনা, তবুও আকারে ইঙ্গিতে বোঝালো ছায়ায় খানিক বসতে, বোট আসতে দেরী আছে। এরকম লোক সব দেশেই একই রকম হয় তাই না?


গিলি এয়ারে বেশী লোক নামলো না। গিলি টি তেই বেশী যাবে, কারন ওখানে হুল্লোড় করার বেশী অপশন, তাছাড়া ওই দ্বীপটাও বড়। আমাদের সাথে যে কজন নামলো আমরা ছাড়া আর ভারতীয় কেউ নেই। আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম।  জানি এইটা পড়েই আপনারা আমায় গালাগাল দেবেন, আগে যেখানে আমি লিখেছি, বিদেশে এসে চেনা গাছ দেখলে ভারী ভালো লাগে সেখানে বিদেশে দেশের লোক নেই ভেবে কেন স্বস্তির নিঃশ্বাস? আমি খুবই খারাপ লোক এটা তো  প্রথম কারন,  পরেরটা হলো, বিদেশে থাকতে না আমি ঘুরতে গেছি, ছুটি কাটাতে গেছি দেশীয় কৌতূহলের হাত থেকে বাঁচতে।  আমি দেশের মধ্যে বেড়াতে গেলে বাঙালী দেখলেও শশব্যস্ত হই, আর  এরকম একটা নিরিবিলি দ্বীপে সেই চেনা কথা চেনা অভিযোগ বা চেনা ফর্মালিটিস  জাতীয় কিছু করতে ইচ্ছে করে না। এ আমার ত্রুটি, আমি জানি। 

আমরা এই আইল্যান্ডে থাকার জায়গা ইচ্ছে করেই জেটি থেকে অনেকটা দূরে খুঁজেছিলাম, তাই হেঁটে যাওয়া যাবে না কোনোভাবেই। যাওয়ার উপায় হলো ঘোড়ার গাড়ি। এই দ্বীপে কোনো যন্ত্রচালিত যান নিষিদ্ধ, হয় সাইকেল নয় ঘোড়ার গাড়ি এইই আছে। পরের দিনের ফেরার বোটের সময় জিজ্ঞেস করে, একটা ঘোড়ার গাড়িতে চড়ে বসা গেল। চালকের নাম আবদুল, ছোট খাটো চেহারার আবদুল আর তার বড়সড় চেহারার ঘোড়া নিয়ে রওনা হলাম, খানিক বাদের মনে হল পঞ্চাশ ষাট বছর আগের কোনো গ্রামের রাস্তায় চলেছি যেন, কিংবা আন্দামানের কোনো দ্বীপের ভিতরের রাস্তা। ঘোড়ার পায়ের খটখট ছাড়া কোনো শব্দ নেই, পাখির ডাকও কম। ঝিরঝিরে হাওয়া দিচ্ছে, হঠাৎ বাঁক ঘুরে সমুদ্রের ধারের রাস্তায় পড়লো। এক পাশে হোটেলগুলো আর সমুদ্রে তীরে ওপেন রেস্তোরাঁ।  বিচ নেই কোনো। সমুদ্রে নামার জায়গা কই? 
আব্দুল(যদিও ছুঁচোলো দাড়ি নেই)
ঘোড়াটা ভদ্র ছিলো কিন্তু






আরো খানিক গিয়ে আমাদের থাকার জায়গা এলো। সমুদ্রের পাশেই একটা দোলনা টাঙানো তারপর সরু একফালি রাস্তা পার হলেই আমাদের আস্তানা। চমৎকার একটা মুসাম্বির জ্যুস  খেতে দিয়ে সরাইখানার কর্মচারী বলল একটু সমুদ্র দেখো ওই দোলনায় বসে আমি তোমাদের ঘর ঠিক করছি। আরে হ্যাঁ হ্যাঁ সে আর বলতে! কোনো তাড়া নেই,  ছাতার মাথা লাগেজ,জলের বোতল,  হাবিজাবি সব রেখে রোদ মাথায় নিয়েই জলের সাথে আলাপে গেলাম। নীল আকাশ, নীল জল, সাদা মেঘ আর চড়চড়ে রোদ। দূরে লম্বকের পাহাড় দেখা যাচ্ছে। জলে নামতে গেলে আরেকটু এগোতে হবে,আমাদের আস্তানা  উত্তর-পশ্চিম দিকে,  এখান থেকে সানসেটও দেখা যাবে না। খানিক হাঁটতে হবে আর তাতে সমস্যা কিছু নেই। ঘরটা একটু সমস্যার।  মানে খুবই ভালো, সামনে সুইমিংপুল,  আধুনিক সুবিধে যুক্ত ওপেন এয়ার বাথরুম, গোল মশারিওলা খাট সব আছে কিন্তু ওই ওপেন এয়ারের কন্সেপ্টের কারনেই নন্দিনীর দ হয়ে গেছে। মানে কামধেনু নন্দিনীর কাছে কিছু চাইলে নাকি যেমন পাওয়া যায় তার সাথে ফাউতে কিছু ঝামেলাও আসে, নন্দিনীর দ । এইখানে সেই গোলমালটা হল, একটা গেকো, ওদের দেশের একটা নিরীহ সরীসৃপ, গিরগিটি টাইপ। বাথরুমে গেকো দেখে আনন্দ পাওয়া গেলো না। গেকোর গল্প পরে বলছি।





 সমুদ্রে ভূত হবার বাসনায় দুপুর রোদে আমরা চল্লুম। সমুদ্রে ধারে এইদিকটা সানসেট পয়েন্ট না বলেই খানিক লোক কম, খানিক ফাঁকা জায়গা, খানকতক গাছ। এখানের সমুদ্রের জলে টান খুব, ঢেউ নেই, আর পায়ের তলায় বালির বদলে মরা কোরাল, অভ্যস্ত হতে সময় লাগে। তারপর? তারপর এমনি এমনি ভাসতে হয়, নাক ডুবিয়ে কোরালন্দেখা যায় কিনা দেখতে হয়, ফেরার সময় খলবল করতে বেশী হয় স্রোতের বিপরীতে আসার জন্যে। পশ্চিমদিকে অনেকটা চলে গেছিলাম, এইদিকটা অনেক বেশী সাজানো দেখছি, বিকেলে আসবোখন। বালি মেখে ফেরার সময় এক জেলের সাথে আলাপ হল, মাছ কিছু নাই এসময় ঘরে ফিরছে সে। পেটের মধ্যে এক সমুদ্র খিদে ততক্ষনে, সমুদ্রে একদম  পাশে একটা ছায়ামাখা রেস্তোরাঁয় আরাম করে খাওয়া গেলো, একটা মাংসের সব্জি আর নারকেলের দুধ দেওয়া ঝোল, যাকে বলে ইন্দোনেশিয়ান কারি আর ভাত,আর একটা টুনা মাছ ভাজা সব্জি দিয়ে আর ইন্দোনেশিয়ান সস দিয়ে। হামহাম করে খেয়ে নিয়েছি সব। ঝাল ছিল, কিন্তু খিদেও পেয়েছিল খুব।




এমন একটা ফাঁকা দ্বীপে দুপুরবেলা ঘরে শুয়ে ঘুমোনোর প্রশ্নই ওঠে না, সুতরাং আমরা গাছের ছায়ায় নৌকার পাশে বালিতে তোয়ালে পেতে আরাম করে এক ঘুম লাগালাম। আহা মাথার উপর পাতার ফাঁকে নীল আকাশ, সামনে সমুদ্র, তকতকে সৈকত, আর ভরা পেট, এর চেয়ে বেশী কী লাগে হ্যাঁ? ঘুম ভাঙে এক বুড়ি ফেরিওয়ালার ডাকে। স্থানীয় কিছু ফল, চালের এবং আরো সব কিসের কিসের চিপস টাইপ বস্তু মাথায় নিয়ে ফিরি করছে বুড়ি। আমায় উঠে বসতে দেখে, ভাঙা ইংরেজিতে তার ডালা নামাতে বলল।  নামানো গেলো, এটা সেটা দেখে একটা ম্যাঙ্গোস্টিন (নামটা পরে খুঁজে বের করেছি) ট্রাই করে দেখা গেলো, বেশ খেতে। চালের গুঁড়ি দিয়ে বানানো চিপসটাও বেশ খেতে। ঘুম ভেঙে গেলে বসে থাকা যায় না, বিকেলও হয়ে এসেছে। দ্বীপটা হাঁটাহাঁটি করে এক্সপ্লোর করাও দরকার, সুতরাং উঠো মুসাফির বাঁধো ছাঁদা....(ক্রমশ)





2 comments:

  1. কী সুন্দর জায়গাটা। ওই জলপ্রপাতের ছবিটা দারুণ হয়েছে, প্রদীপ্ত। এই জায়গাটায় যেতে হবে মনে হচ্ছে। তোমার লেখাটা জমিয়ে রাখব।

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ কুন্তলাদ। তোমরা ভালো আছো তো?

      Delete