Sunday, June 25, 2017

জল জঙ্গল পাহাড়ের গল্প

প্রেমে পড়া ব্যাপারটা কে কিভাবে বোঝে জানিনা,  আমি বুঝি বিরহে। মানে প্রেমে পড়েছি এটা বুঝতেও আমায় তার থেকে দূরে যেতে হয়। পাহাড় ব্যাপারটা যেমন , খুব ইনটারেস্টিং লাগেনি ছোটবেলায়, এক তো আমার বমি পেতো পাহাড়ি রাস্তায় গাড়িতে, তায় একই রকম দৃশ্য মনে হতো। সব মিলিয়ে পাহাড়ের থেকে সমুদ্রেই ছিলো বেশী পছন্দের বা জঙ্গল। এমন কি উত্তরাখন্ড এর অমন চমৎকার দৃশ্যপট,  গ্যাংটক বা পেলিং থেকে দেখা কাঞ্চনজঙ্ঘা ( দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা আমি কখনোই দেখতে পাইনি) কিছুই আমার মন কাড়তে পারেনি। প্রেমে পড়েছিলাম  হিমালয় এর চেয়ে অনেক কম কুলীন রকিজের। কলোরাডোতে দু বছর থাকতে থাকতেই কখন পাহাড়ের প্রেমে পড়েছি টের পাইনি। পেলাম ওখান থেকে ফিরে আসার সময়, ফিরে আসার পরে।
দেশে ফিরেছি আট মাস হয়ে গেছে এর মাঝে একবারও পাহাড়ে যাইনি। বেশ কিছুদিন ধরে মন খারাপ করছে আর পাহাড়ে হাঁটছি দেখছি। মার্চের অযোধ্যা যাওয়া হলো না, এপ্রিলের রডোডেনড্রন দেখা হলো না ভার্সেতে। শেষমেশ দুত্তোর নিকুচি করেছে যাবোই পরের সপ্তাতেই যাবো বলে কচাত করে ট্রেনের টিকিট কাটা। স্বাভাবিকভাবেই ওয়েটিং লিস্ট কিন্তু ভাগ্য ভালো সঞ্জয়দা সে টিকিট কনফার্ম করে দিতে পারবে জানিয়েছিলো। টিকিট কেটেছিলাম টংলু ট্রেক করবো বলে। একা একা পাহাড়ে হাঁটছি স্বপ্ন দেখতে দেখতে কোড করছি, ফেসবুক করছি, আড্ডাচ্ছি, পারলে এ সপ্তাতেই চলে যাই। হঠাৎ পাহাড়ে গোলমাল শুরু হয়ে গেলো। বনধ অবরোধ কিছুই বাকি নাই। টংলু দার্জিলিং শহরে না পড়লেও ওই রাস্তাতেই। তবু আমি জানি আমি যাবো। অফিসে বাড়িতে সব জায়গায় বলছি আমি দার্জিলিং তো যাচ্ছিনা অসুবিধে হবেনা। বুকিং তো কোথাওকার নেই একা মানুষ কিছু না কিছু ব্যবস্থা হয়েই যাবে এ আশায়। তাছাড়া এখন তো জানিও না কোথায় যাচ্ছি, মনে মনে কিন্তু জানি টংলু যাওয়া চাপ আছে। অল্টারনেট হিসেবে জয়ন্তী মহাকাল ট্রেক করা যায় কিন্তু জঙ্গল বন্ধ থাকবে আর উপায় হলো ভার্সে ট্রেক করা। ভার্সে মার্চ এপ্রিলেই ভালো কারন রডোডেনড্রনের সময়, তাছাড়া আকাশও ক্লিয়ার থাকে সে সময়। কিন্তু বর্ষায় পাহাড় জঙ্গলের আলাদা মজা আছে।
টিকিট লাস্ট মোমেন্টে কনফার্ম হবে এমারজেন্সি কোটায় মানে যদি হয়, কোথায় যাচ্ছি এখনো জানিনা,  পাহাড়ে নাকি বেজায় গন্ডগোল, শিলিগুড়ির মুখেই আটকে দিলে আর কিছু বলার নেই। এরকম অবস্থায় ব্যাগ পত্তর গুছিয়ে নিতে গিয়ে খেয়াল পড়লো আমি রুক্স্যাক কিনিনি, জুতো জোড়াও ঠিক বর্ষায় হাঁটার উপযুক্ত না। তা এতো ভেবে চললে তো হয়েই যেত। জোঁক ইত্যাদি অগ্রাহ্য করে বর্ষায় জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করার কথাই ভাবতাম না। সুতরাং চলো মুসাফির উঠাও গাঁঠরি, ইয়ে মানে ব্যাকপ্যাক।

শুক্রবার দিন সকালেই দার্জিলিং এর পরিবেশ আরো খারাপ হয়ে উঠলো সুতরাং ভার্সের রুটটা দেখে নিলাম একবার। অফিস থেকে সোজা বেরিয়ে যাবো। সেই মতো গাব্দা ব্যাগ নিয়ে অফিসে হাজির,  অফিসে পৌঁছে খেয়াল হলো আমি ক্যামেরা আনিনি,  পাওয়ার ব্যাঙ্কটাও না। অতএব ফের বাড়ি।
ঘটনাচক্রে আজ আষাঢ় এর পয়লা।  যক্ষ টক্ষ ভেবে মেঘভায়া আবার না থাবড়া লাগায়,  "গতবার খুব খাটিয়েছিলি ভাই ইয়ার্কি পায়া ফের আয়া" বলে।

ভার্সের রাস্তা এম্নিই খুব পপুলার টুরিস্ট স্পট না তায় অফ সিজন। জোড়থাং অব্দি গাড়ি পেলাম না।  একটা গ্যাংটক যাবার গাড়িতে বসে মল্লি। মল্লিতে নেমেই মন টন ফুরফুরে হয়ে গেলো। কি চমৎকার নীল আকাশ, পাহাড়ে মেঘ নেমে আসছে নীচ দিয়ে তিস্তায় বর্ষার ঘোলা জল বয়ে চলেছে। আমার কোথাও পৌঁছনোর তাড়া নেই তাই চুপ করে রাস্তার ধারে খানিক্ষন বসে রইলাম। সৌগতদা ফোন করে খোঁজ নিলো ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে গেছি কিনা, সব সহি সালামত আছে কিনা।




পিঠে ব্যাগ গলায় ক্যামেরা ট্যুরিস্ট ছাড়া আর কি কিন্তু এ সময় পাহাড়ে ট্যুরিস্ট তাও এরকম অফরুটে! লোকজন দেখি নেপালি ভাষায় কিসব বলছে আমায় দেখে, যাকগে মরুগগে আমায় নিয়ে গেলেই হলো জোড়থাং।

মল্লি থেকে জোড়থাং এর রাস্তা খারাপ। বৃষ্টি পড়ছে না,ধূলো উড়ছে। পাশে একটা বাঙালী, টুরিস্ট না, ব্যাবসার কাজে এসেছে, যথারীতি বাঙালসুলভ কৌতূহল। কত বয়েস, কি করি, একা কেন, বিয়ে করলে আর একা ঘুরতে হয়না, বউ থাকলে কত ভালো লাগে এসব জায়গা এইসব শুরু হলো। বোর হচ্ছি বোঝাতে কানে হেডফোন গুঁজতেও পারছিনা, এক তো চার্জ যথা সম্ভব বাঁচাতে হবে তাছাড়া গাড়ির সিট একেবারে টাইট ফিট। নড়া চড়া করার উপায় নাই। খুব অভদ্রভাবে জানলা দিয়ে বাইরে থাকিয়ে রইলাম শেষঅব্দি।

জোড়থাংেও বেশ ভালোই গরম দেখছি। এটা আসলে একটা জংশন টাইপ। সব জায়গাতে গাড়ি যায় এখান থেকে, মানে ওয়েস্ট সিকিমের নানান জায়গায়। গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করছি এদিক সেদিক, একটা গাড়ির লোক কোথায় যাবো জেনে ভাঙা ভাঙা হিন্দিতে বলল, 'ও ওখ্রে? পিডি ভাই যাবে গাড়ি আছে। দাঁড়াও ফোন করো তো এ নাম্বারে। তার নাম নামডিং। দিব্যি ফূর্তিবাজ লোক। আমার ফোন থেকে কল করে পিডিভাইকে খানিক চমকালো, 'কি হে গাড়ি কই তোমার হ্যাঁ? খালি ফাঁকিবাজি, ফাইন নেবো'।  যাহোক পিডিভাই তখন গাড়ি সারাচ্ছিল। গাড়িতে ব্যাগ রেখে আমি চক্কর খেতে বেরোলাম। গাড়ি সারাতে সময় নেবে।
চারদিক পাহাড় ঘেরা ছিপছিপে জনপদ। গাছপালার মধ্যে মেঘ এসেছে একদিকে অন্যদিকে ঝকঝকে নীল আকাশ। এরম আকাশ কোলকাতায় কেন দেখা যায়না কে জানে। অবস্থান গত কারন হবে বোধহয়। ছোট ছোট দোকান, বেকারির জিনিস বেশি দেখছি। আমার খিদে পেয়েছে কিন্তু কি খাবো বুঝতে পারছিনা। ভাত খাবার ইচ্ছে নাই, মোমো বলছে ভেজ হবে খালি। এদিকে আমার ভেজ খাওয়া মানা,  দীক্ষা নেওয়া আছে কিনা। শেষব্দি একটা কোল্ড কফি কিনে কেক খেতে খেতে এগোলাম খানিক। বেশী দূরে যেতেও ভরসা হচ্ছে না, আদতে তো সেই শহুরে সন্দেহবাতিক লোক। পাহাড়ের ইনোসেন্স আর পাবো কোথায়। ব্যাগ টা গাড়িতে আছে, যদি গাড়ি ছেড়ে দেয় এইসব আজেবাজে চিন্তা টুকটুক করে হানা দিচ্ছে দেখি। নিজেকেই এক ধমক লাগালাম, ভাগ ব্যাটা কি আছে তোর ব্যাগে হ্যাঁ,  গামছা টর্চ মোমবাতি লাইটার ব্রাশ জ্যাকেট রেনকোট (তাও তোর মাপের) নিয়ে কার কি হবে রে পাগলা। ব্রিজ অব্দি ঘুরে এলাম। একটা মাত্র মিষ্টির দোকান আর সেটাও কোনো বাঙালীর না একজন মাড়োয়ারি ভদ্রলোক ভুঁড়ি বাগিয়ে বসে।
পিডি ভাই বেশ হাসিখুশি লোক। নামডিং কে বলল আরে বাচ্ছা পেসেঞ্জার নিয়ে এসেছ দেখি। তার গাড়িতে আরো দু তিনজন উঠলো। বকবক করতে করতে চললাম। চলতে চলতে দেখি নীচে রঙ্গিতের উপর ড্যাম না কি হচ্ছে। জিজ্ঞেস করতে বলে আরে সিকিম তো সুইজারল্যান্ড হচ্ছে জানোনা। আমি একটু বোকা হাসি হাসছি, মানে হবে হয়ত, হতেই পারে। দেখি বলে আরে আমাদের মুখ্যমন্ত্রী, নির্বাচনী প্রচারের সময় বলল আমাদের ঘর সিকিমকে সুইজারল্যান্ড বানাবে তারপর সুইজারল্যান্ডএ নিজের ঘর বানিয়ে নিলো, হোলো না সিকিম ইজ সুইজারল্যান্ড? বলে আমার দিকে চোখ মটকে দিলো।

এ গাড়িটা শেয়ারের গাড়ি, সব শরিকি জিনিসের মতোই ভারী ক্যাজ হাবভাব। আমারো তাড়া নেই গাড়িরও। একজন বাড়িতে ব্যাগ ফেলে এসেছে সুতরাং দাঁড়িয়ে অপেক্ষা করা উচিত। একজনের একটা বস্তা নিয়ে যেতে হবে উপরে( আহা উপরে মানে স্বর্গে না রে বাবা,  ওখ্রেতে),  তাই গাড়িটা একটু ঘুরিয়ে নিলো। একজনের বাজারে একটু কাজ আছে তাহলে কি তাকে ফেলে চলে যাবে নাকি? তারপর সে যাবে কিভাবে? সুতরাং সেখানে হল্ট, চা পানি খাও না।  চারদিকে মেঘ নেমে এসেছে, বেকারির গন্ধ আসছে দেখো খাও হাত পা ছাড়াও। এমনি ট্যুরে এলে হয়ত বিরক্ত লাগত কিন্তু আমার বিরক্ত লাগছে না। ঘুরছি এলোমেলো, গল্প গুজব তেমন হচ্ছে না কারন ইচ্ছে করছে না। আকাশ দেখছি, নদী দেখছি। এরকম টুকটুক করে পৌঁছে গেলাম একসময়। তখন সূর্য নেমে গেছে। মেঘ নেমে এসেছে চারদিকে। পিডি ভাই আমায় ওর বাড়ি নিয়ে গেলো আগে তারপর ও ওর বোনের হোমস্টেতে নিয়ে যাবে।
পিডি ভাই এর বাড়িতেও হোমস্টের ব্যাবস্থা আছে। বাবা মা, বউ বাচ্ছা মিলে সংসারী মানুষ পিডি ভাই এর এরকম একা একা বাউণ্ডুলে ট্যুরিস্ট দেখে খুব অবাক লাগছে বুঝতে পারছি।  খালি বলছে 'একা একা এত্ত দূরে চলে এলে হ্যাঁ বাহ বাহ। আমিও ট্রেক করেছি একবার'। ওর বাড়িটা একটু নীচে, পাহাড়ের গা বেয়ে নামতে হয়, আলু ভুট্টার চাষ করেছে একটা কুকুর বাঁধা। সব মিলিয়ে সম্পন্ন পাহাড়ি।  চা খেতে দিলো। এখানে বলে না আমি বেশীর ভাগ জায়গায় দেখেছি চা এর মধ্যে একগাদা চিনি আর দুধ দিলে সেটা খাতিরের চা বলে ধরা হয়। এখানেও দিলো ওরম গরম দুধের সরবত।  চা না বলে তাকে যদি মালাই কুল্পি বল্লেও চলে এমন জিনিসও জ্যাক ড্যানিয়েল খাচ্ছি মুখে খাই তবুও।
একটা আপেল গাছ বসিয়েছে পিডি ভাই, কলকে ফুলের মতো কি একটা বুনো ফুল ফুটেছে পাশেই একটা জংলা গাছে, সারি সারি ভুট্টা ফলে আছে, ফুল হীন রডোডেন্ড্রন গাছ দাঁড়িয়ে সব মিলিয়ে মন ভালো হতে শুরু করেছে। বেশীক্ষন বসিনি,  মনস্ট্রিতে প্রার্থনা শুরু হয়ে যাবে, বোনের ওখানে পৌঁছতে হবে।
মনস্ট্রীতে পৌঁছতে পৌঁছতে সুর্য্য আরো নেমে গেছে।চারদিকে মেঘের ফাঁকে অল্প আলো আসছে। ভোঁ ভোঁ, প্যাঁ পোঁ করে নানান রকম আওয়াজ আর প্রার্থনা সঙ্গীত ভেসে আসছে। এর আগে আমি কখনো প্রার্থনার সময় কোনো গুম্ফায় থাকিনি। ব্যাগটা ঘরে রাখতে গিয়ে জানলাম আমার মতোই আরেকটা ছেলে একা একা এসেছে ট্রেকে। হাই হ্যালো টাইপ করে তাড়াতাড়ি চা নিয়ে গেলাম গুম্ফায়। সাধারণত পুজোর সময় কিছু খাওয়া মানা থাকে বলে আমি ইতস্তত করছিলাম ঢুকবো কি ঢুকবোনা বলে,  কিন্তু আমায় দেখে বাচ্ছা লামা গুলোই ডেকে নিল। ওরা একটা কাপে গরন জল খায় আর প্রেয়ার করে!!  এর যে কি মানে কে জানে। যাই হোক আমি চা হাতে একদিকে পা মুড়ে বসেছি। হ্রুম ক্রুম করে অদ্ভুত দর্শন বাজনা বাজছে আর মন্ত্রোচ্চারণ হচ্ছে। যার পুজো হচ্ছে সে ভদ্রলোজ বেশ ভয়াল দর্শন, কি যেন নাম বলল ভুলে গেছি। বুদ্ধদেবের শান্ত রূপ বোধায় পুজোর জন্য পারফেক্ট না। হিন্দু ধর্ম বৌদ্ধ ইনফ্লুয়েন্স যেমন বৌদ্ধও তাই বোধহয়। আমাদের কালী যেরম ভয়াল দর্শন (সে শ্যামাসংগীত এ যতই নরম সরম করে প্রকাশ করুক, হাতে কাটা মুন্ডু নিয়ে জিভ বের করা কাউকে দেখলে অপরিচিত কারোর কাছে ভয় না লাগার কিছু নেই, আমাদের অভ্যেস হয়ে চোখ সয়ে গেছে তাই) ওদেরও বহু আরধ্য এরম ভয়ানক রূপের। গুম্ফার ভিতর আলো অল্প, লোডশেডিং চলছিলো, বাইরে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে বাজনা আর তিব্বতি ভাষায় মন্ত্রোচ্চারণ সব মিলিয়ে অদ্ভুত গা ছমছমে পরিবেশ। নেহাত লামারা সবাই বাচ্ছা তাই নাহলে ভিতরে বসে থাকতে ভয় লাগতো হয়ত।

আশপাশে খুব কিছু দেখার ছিলো না সে মুহুর্তে সন্ধ্যে হয়ে গেছে, পরের দিন ভার্সে যাবো সে প্ল্যানিং করতে ভিতরে গেলাম প্রার্থনা শেষ হতে। আমার প্ল্যান ছিলো,  হিলি থেকে ভার্সে ট্রেক করে ভার্সেতে থাকা। পরেরদিন ডেন্টাম নামবো ভার্সে থেকে ট্রেক করে ডেন্টাম। ওই রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে, ছোট খাটো কিছু পাহাড়ি নালা পেরোতে হবে। কিন্তু সমস্যা হলো এটা বর্ষাকাল, তাই কতটা গাইড বা রেঞ্জার রাজী হবে বলা মুশকিল। বর্ষা কাল প্রজননকাল পশু পাখিদের, ফলে জঙ্গলের মধ্যে দিয়ে গেলে তাদের অসুবিধে হবেই। ধরা যাক মা ভাল্লুকি ছানাপোনা সহ পাড়া বেড়াতে বেরিয়েছে, আমি পড়লাম সামনে। এবার ভালোবেসে কি রে ছোকরা খবর কি, বলে হ্যান্ডশেক করলেই চিত্তির। যাই হোক কাল ভাবা যাবে সে কথা, আপাতত এটা জানানো হলো ভার্সে যাচ্ছিই আর ওখানে থাকবোও। আরেকটি যে ছেলে এসেছে সেও যাবে। হোটেল তো বন্ধ করে বন্ধু শেরপা নেমে এসেছে, ফলে দুজন লোক দিয়ে আমাদের সাথে পাঠাবে ফের ভার্সের ট্রেকার্স হাট গুরসকুঞ্জ খুলতে। কথাবার্তা বলতে বলতেই 'বেহেনজি' খাবার নিয়ে এলো। ভাত ডাল তরকারি মুলোর আচার আর মুরগির ঝোল। ছোট ছোট চালের গরম ধোঁয়া ওঠা ভাত তরকারি অমৃত সমান,  তাকে উপেক্ষা করে কাল কি করা হবে সে আলোচনা আর যেইই পারুক আমি পারিনা। সুতরাং আঅাক্রমঅঅন। আমি এমনিতে কিঞ্চিত কম খাই, মানে একবারে অনেকটা খেতে পারিনা।    কারোর বাড়ি গেলে ভারী বিব্রত হই, তাঁরা ভাবেন তাদের খাবার বোধহয় পছন্দ হয়নি বা আমি লজ্জা পাচ্ছি। তা হোটেলে রেস্তোরাঁতে সে চাপ হয়না, কে কি খাচ্ছে কে দেখে। কিন্তু এ দূর দেশে এরম দিদি থাকে জানব কিভাবে। আমাদের খেতে দিয়ে উনি আর ওনার দুই বোনঝি পরিবেশন করছিলেন। আমার খাওয়া দেখে রীতিমতো হাঁ হাঁ করে বকে দিলেন। একে তো একা একা এরকম এসেছি তাতে যদি না খাই ঠিকমতো কিভাবে চলবে, দুবলা হলে হাঁটবোই বা কিভাবে সুস্থই বা থাকবো কিভাবে! সত্যি কথা বলতে কি, পরের বাঁক গুলো দেখা যায়না বলেই বোধায় জীবন এত ইন্টারেস্টিং। কোন পাহাড়ে আলো ছায়ায় আমার জন্য এমন স্নেহের ভান্ডার, এমন ভালোবাসার বকুনি বসে আছে কে জানত। কিছু জোরের কাছে হারতে মন্দ লাগে না তা সে তুমি যতই গোঁয়ার হও....
(ক্রমশ)

4 comments:

  1. বেশ লাগছে। পরের কিস্তির অপেক্ষায় রইলাম।

    ReplyDelete