কাল চার বন্ধু শীতের রোদ মেখে ময়দানে আড্ডা মারছিলাম। এক বন্ধু মাফিন বানিয়ে এনেছিল, মাফিন আর কফি খাওয়া শেষ করে উঠবো ভাবছি, দেখি ফ্রি তে শো দেখা যাচ্ছে। প্রি ওয়েডিং করবে দুজন। বৈদিক অবৈদিক, নৈতিক, বামাচারী, দক্ষিণাচারী, ঐতিহাসিক, অনৈতিহাসিক কোনো বিয়ে দেখতেই আমার ভাল্লাগে না। যারা বিয়ে করে তাদেরকে অবশ্য খুব ভাল্লাগে কারন তারা বিয়ে করে বলে চাট্টি ভালো খাওয়া যায়। ভালো কাবাব কিংবা ফিশফ্রাই কিংবা পাতুরি কিংবা মাটন আর পছন্দসই মিষ্টি পেলেই হল আমার। কিন্তু এই প্রি ওয়েডিং দেখতে সেই লাগে! আহাহা একজন লাল মশাল জ্বালাবে, একজন বোঁ করে ঘুরবে আর এই থার্মোকলের থালা ভরা ময়দানে ব্লেজার আর গাউন পরে তারা হাসিমুখে পোজ দেবে বার কুড়ি একই ভাবে।
ব্যাস প্রিওয়েডিং হচ্ছে দেখেই থেবড়ে বসে পড়েছি আবার। আমি আবার ব্যালকনি সীট পেয়েছি। মানে আমার সোজাসুজিইই হচ্ছে ঘটনাটা। একগোছা সূর্যমুখী ফুল নিয়ে হবু বর বউ হেঁটে যেতে যেতে ফস করে পিছনে ছুঁড়ে ফেলবে এই হল বিষয়। এবার কেন ফেলবে তা আমি জানিনা হয়ত দেখতে ভালো লাগে সিনেমা হয়ে আসবে যখন। কিন্তু মুশকিল হল ময়দানের হাওয়া তো তা জানে না, ফলে ফুল আর সোজাসুজি পরেইনা, কোনাচে হয়ে যায়, তাতে ফটোগ্রাফার খুব উত্তেজিত এরকম করে করে সূর্যমুখী ফুল যখন ভাবছে," আমি কেন জন্ম নিয়েছিলাম ভাই! আর যদি নিয়েইছিলাম এদের বিয়ে হবারই কী দরকারছিল, কেনই বা আমাকেই চুজ করল! গোলাপ দিয়েই কাজ সারতো না হয়। শালার দল!"
সে সময় আমরাও বোর হয়ে বিয়ের ভিডিওর গান নিয়ে আলোচনা করছিলুম। মানে সে কী সব ভয়াবহ ক্রিয়েটিভিটি ভাই! বন্ধুদের একজনের বিয়ে হবার সময় গান দিয়েছে, "যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো"!!! মানে সত্যি কী ভেবে এটা দিয়েছিল ফটোগ্রাফার টিম?! বিয়ে হচ্ছে না পরকীয়ার পারমিশন এগ্রিমেন্ট হচ্ছে হ্যাঁ??! তার বিয়েতেই, মেয়ে বাড়ি থেকে যাবার সময় গান দিয়েছিল, " ভরা থাক স্মৃতি সুধায়...", মরে যাচ্ছে না রে ভাই, বিয়ে করে ফূর্তিতে কাটাতে যাচ্ছে!! তবু ভালো সমুখে শান্তিরও পারাবার দেয়নি! তারপর শুনি, একজনের বিয়েতে নাকি একবার বিদায় দে মা ঘুরে আসি দিয়েছিল। "হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী" এর সাথে মালাবদলের এরকম মেলানো দেখলে, ক্ষুদিরাম শোকেই মারা যেতেন।
আরো একটা শোনা গেল, লীলাবালি গান দিয়েছে এক বন্ধুর বিয়েতে, তবে, ছেলেটার যখন গায়ে গামছা জড়িয়ে গায়ে হলুদ হচ্ছে, সেময়, ছেলেকে ফোকাস করে, গানবাজছে, "ভর যুবতী সই মোর..." আর তারই বিয়েতে, রিসেপশনে, তুমিই আমার সিরিজ প্রেমের শেষটা ছিল, তবে সেই লাইনে ক্যামেরার ফোকাস ছিল, ছেলেটার এক্সের উপর! ক্যামেরাম্যান বেঁচে ছিল এটাই যথেষ্ট!
যাইহোক এসব ফক্কিগিরি করতে করতে এতো জোরে হাসাহাসি করেছি, হবু বর বউ এর ফোকাস নষ্ট ক্যামেরাম্যান বিরক্ত, ফুল ফেলে তারা অন্যদিকে রওনা দিল।আর তাদের অভিশাপেই কিনা কে জানে, এ সিজনের আমার একমাত্র বিয়ের নেমতন্ন আজ এদিকে ফাইনাল খেলা...
স্ট্রাগল করা কাকে বলে দেখে যাক প্লেয়াররা... হুহ
No comments:
Post a Comment